চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষেণর অভিযোগ
- আপডেট সময় : ১১:২৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হালিশহর থানাদ্বীন রঙ্গিনপাড়া এলাকায় স্কুল ছাত্রীেক ধর্ষণের অভিযোগ উঠেছে রতন নামের এক ব্যাক্তির উপর।
জানা যায় ১৮ তারিখ রাতে বাসা থেকে ১০ টাকা নিয়ে দোকানে যায় নিহা। পরে সেখানে রতন নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে রুমে যায়। তারপর দরজা লাগিয়ে দেই। পরে অপরিচিত এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে তার মাকে খবর দে।
পরে তার তাকে রুমের দরজা খুলে উদ্বার করে। পরে রতনকে আটকানো হলে রতনের জমিদার এসে ” ওর যিম্মা আমি নিয়েছি বলে আসামব রতনকে নিয়ে যায় এবং আবার এসে বলে ওকে কিছু করলে আমার বাকি ভাড়া ৪০ হাজার টাকা নিতে পারবো না। তোরা ধৈর্য দর আমি এটার বিচার করব।
পরে তারা বিচার না পেয়ে ২০ তারিখ সোমবারে দুপুরে হালিশহর থানা একটি ধর্ষণ ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন তার পরিবার।
এই বিষয়ে হালিশহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার হামিদ জানান এই বিষয় আমার নজরে এসেছে আমি দ্রুত আসামি আইনের আওতায়।আনবো।