সর্বশেষ :
মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন পরিবারের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
- আপডেট সময় : ০৬:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
উঁচু-নিচু পাহাড় ও চা-বাগানের আঁকা বাঁকা পথ হয়ে, লেবু ও আনারসের ফসলের বাগান পেরিয়ে বাস যতই এগিয়ে যাচ্ছে ততই কৌতূহল বাড়ছে উপস্থিত সাংবাদিকদের, বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের (রেজি: নং- মৌল-০৩৮) চা কন্যা রাজ্যে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৯ মার্চ ২০২৪ইং, সকল সাংবাদিকদের সরব উপস্থিতিতে মৌলভীবাজারের অদূরে চা কন্যা ও পাহাড় ঘেষা প্রকৃতির এমআর খাঁন চা বাগানের দার্জিলিং টিলায় দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয় সবুজের সাথে দূর বহুদূর সুউচ্চ পর্বতশ্রেণীতে মিলায়েছে হাত আর কিছু সুর এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে নির্ধারিত সময় সকল সাড়ে ১০টায় বাস যাত্রা শুরু করে এমআর খাঁন চা বাগান দার্জিলিং টিলায় পাহাড় আর চায়ের নগরে তালে-তালে নেচে গেয়ে বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন জেলার সাংবাদিকদের পরিবারখ্যাত মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যম কর্মীরা। পরে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি- দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি এ.কে.অলকের পরিচালনায় পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও পাতাকুঁড়ির দেশ এর নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, নিউজ২৪ ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, আরটিভি প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি এম.এ.মুহিত, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা মোঃ জালাল উদ্দিন, প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সদস্য সিনিয়র সাংবাদিক আওয়াল কালাম বেগ, দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক নয়াদিন্ত পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মাইনুল হক পবন, দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, দৈনিক খবরপত্র পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান ইবনে মোজাহিদ, ডেইলী অবজারভার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দীন শুভ, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, দৈনিক কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, রমিজ আলী, আলম আহমেদ, সোহেল রানা, সৈয়দ মমশাদ আহমেদ প্রমুখ। এ সময় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে সৌজন্য টি-শার্ট বিতরণ করেন মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে আগত সকল সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের উপস্থিতি সদস্যদেরকে। আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী, মধ্যাহ্নভোজ এবং রেফাল ড্র এর আয়োজন করা হয়। পরে আয়োজিত খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।