বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আবদুচ ছালাম এমপি
- আপডেট সময় : ০৯:০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় আবদুচ ছালাম এমপি বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে বাংলাদেশ ‘বঙ্গবন্ধু স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহাকালের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,৪,৫,৬,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ
সংগঠন। গতকাল রবিবার সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিযে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম।
এরপর দুপুর ২টায় কুয়াইশ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম এমপি বলেন, বঙ্গবন্ধুর ভেতর শিশুর মত সারল্য ছিল। তিনি জাতির খুশি ও গৌরবের মূহুর্তে প্রাণ খুলে হাসতেন আবার আবেগাপ্লুত আনন্দ অশ্রুতে সিক্ত হয়ে শিশুর মত কেঁদে ফেলতেন। ভাল কোন খাবার হলে কোমলমতি শিশুরা যেমন সাথীদের সাথে ভাগ করে খেতে ভালবাসে তেমনি বঙ্গবন্ধুর বাড়ীতে বিশেষ কোন খাবার রান্না হলে কাউকে না কাউকে ধরে এনে খাবার টেবিলে একসাথে খেতে বসে পড়তেন। তিনি তাঁর বিশেষ মূহুর্তগুলো শিশুদের সাথে কাটাতে চাইতেন। তিনি একটি জাতির মুক্তির দিশারী, একটি দেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বজনীন রাষ্ট্রপতি হলেও তার মধ্যে একজন মহাশিশু সর্বদা বিরাজমান ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিল বলেই জন্মেছে বাংলাদেশ। আজকে তাঁর জন্মদিনটিকে আমরা জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করছি। আমাদের লক্ষ্য হবে আজকের শিশুদের বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবার মত উপযুক্ত করে গড়ে তোলা। তাই কোন শিশু যাতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধূলা, বিনোদন বঞ্চিত না হয়। শিশুদের নিরাপদ বেড়ে ওঠা আমাদেরকেই নিশ্চিত করতে হবে|
নিজাম উদ্দিন নিজু’র সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, জাহাঙ্গীর আলম সর্দ্দার, এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, হাজী আবু তাহের, হাসান মুরাদ চৌধুরী, সেকান্দর চৌধুরী, নুরুল ইসলাম, জাহাঙ্গীর চৌধুরী, হানিফ খান, এস. এম লোকমান, বজল কোম্পানী, লোকমান হাকিম, এস.এম আবুল কাসেম, সরোয়ার খান, নুর মোহাম্মদ খোকন, দেলোয়ার হোসেন বাবুল, কফিল উদ্দিন, হাজী শাহজাহান, মো. ইলিয়াছ, দেবাশীর্ষ আচার্য্য, মো. আজম খান, শওকত আলম, লিয়াকত আলী চৌধুরী, বাদশা চৌধুরী, এরশাদ আলম বিটু, রাশেদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মাইনু, তসলিম উদ্দিন, আয়াছ উদ্দিন, আবুল কাসেম আরজু, মোরশেদ আহম্মদ খোকা, মনির উদ্দিন, মো. ইছহাক, মো. হোসেন, মো. জিয়া উদ্দিন, এস এম মামুন, নুর মোহাম্মদ বাদশা, গিয়াস উদ্দিন, মো. সরোয়ার, মো. দেলোয়ার, মো. হারিছ, মো. সিফাত প্রমুখ।