ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জহিরুল নিহত, আহত -১
- আপডেট সময় : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জহিরুল নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।জানা গেছে, ২৪ মার্চ রবিবার উপজেলার আলোকদী (দাওয়া ইট ভাটার সামনে) নামক স্থানে হালুয়াঘাট টু ময়মনসিংহ গামী মহাসড়কের উপর শ্যামলী বাংলা যাত্রীবাহী একটি বাস বিপরীত মুখী ফুলপুর হতে ধোবাউড়া গামী মোটরসাইকেলের চালক সহ ১ জন আরোহীকে দুপুর পৌঁনে ১টায় চাপা দেয়। উক্ত সংবাদ পেয়ে থানা এলাকায় কিলো-১০ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নি.) মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন নিহত মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম (২০), ফুলপুর থানাধীন খড়িয়াপাড়া (মুন্সীপাড়া) গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন এবং আর একজন আরোহীকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান (সুমন) ঘটনার সততা নিশ্চিত করে জানান নিহতের লাশ থানায় আছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । চালক পালিয়ে গেলেও ঘাতক বাস আটক করা হয়েছে। বর্তমানে যানচলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।