স্বাধীনতা দিবসে এবারও অস্থায়ী শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
২৬ মার্চ স্বাধীনতা দিবসে এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজ মাঠে পুস্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মেয়র, মুক্তিযোদ্ধাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ চট্টগ্রামের আপামর জনসাধারণ।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে অস্থায়ী শহিদ মিনারে ফুল দেয়ার পর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এরপর চসিক কার্যালয়ে নির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন করবেন মেয়র।
এবিষয়ে চসিকের অভ্যন্তরীণ সভায় মেয়র বলেন, নির্মাণাধীন শহীদ মিনারের দৃশ্যমান না হওয়া এবং সিড়ি সঙ্কীর্ণ ও বয়োবৃদ্ধদের উপযোগী না হওয়া নিয়ে অনেকের অভিযোগ আছে। এ বিষয়টি সুরাহা না হওয়ায় গতবারের মতো এবারও মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণে আমরা শ্রদ্ধা নিবেদন করব।