বাংলাদেশ আওয়ামী লীগের হৃদয়ে -চেতনায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৯নং উওর পাহাড়তলী ওয়ার্ডস্থ শহীদ লেইন, কালীবাড়ী মাঠে চার শতাধীক স্বল আয়ের নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আবদুর রহিমের সভাপতিত্বে ও যুবায়ের হোসেন অভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম। সংরক্ষিত মহিলা কাউন্সির তসলিমা নুরজাহান রুবি, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক, ফজলুল করিম, মহানগর যুবলীগ নেতা, ইমতিয়াজ বাবলা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ বি-ইউনিট এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন শীল, ১০ নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আব্দুল মোমিন, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা রিপন বিশ্বাস, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা মো: এমরান, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা মো: শরীফ, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ এর জিএস মাকসুদুর রহমান, পাহাড়তলী গার্লস স্কুল গভর্নিং বোর্ডের সদস্য কামাল উদ্দিন, ১০নং ওয়ার্ড শেখ কামাল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রাশহান, যুবলীগ নেতা মো: ইসমাইল, মো: শামীম, জয়নাল আবেদীন জনী, রুপম, জীবন, মরণ, রাসেল, রনি, দিদার, শামীম, রনি দাশ, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইম সুলতান ফাহিম আকবর জুয়েল, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ স্বাধীন, জাহেদুল ইসলাম, রাকিব, সামির, মো: শামীম, স্যামসন, পিয়াস, শন্তু, রবিন, সিহাব, সুমন, শিবলু, ইরফান, সানি, আসিফ, মেহেদি, সাইফুল, রিদয়, জাহিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি ইফতার পার্টি আয়োজন করে আওয়ামী লীগের চরিত্রহনন করে, অপপ্রচার করে, মিথ্যাচার করে। তারা বলে, দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য আওয়ামী লীগ পাকিস্তানে সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আসলে বিএনপির হৃদয়ে-চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগের চেতনা-হৃদয়ে বাংলাদেশ, কোনো বিদেশিদের দাসত্ব নয়।