রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আবুল কাশেমের মৃত্যুতে
- আপডেট সময় : ০৮:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
চসিক মেয়য় গভীর শোক প্রকাশ করেন নগরীর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম আজ মঙ্গলবার দুপুরে দনিয়লাপাড়া বায়তুশ শরফ মসজিদ সম্মুখে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি . . . . . রাজিউন)। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউর করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় মেয়র বলেন, আবুল কাশেম রনাঙ্গনের একজন বীর সৈনিক। তিনি দেশ ও এলাকার জনসাধারনের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত সৈনিককে হারালাম। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও মোঃ আবুল কাশেমের মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনও গভীর শোক জানান। এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কারে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।