বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে শ্রীমঙ্গলে উপজেলা নাগরিক পরিষদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০১:৪১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ গড়তে, শান্তি শৃংখলা ও ঐক্যের প্রয়োজনে বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ আগস্ট ২০২৪ইং রাত সাড়ে ৮ টার সময় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড একটি অভিজাত রেস্টেুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্রদের অভিভাবক, সুশীল সমাজ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের আহবায়ক মোঃ মোছাব্বির আল মাসুদ ও সাইফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল সরকারী সাবেক প্রফেসর রফি আহমদ চৌধুরী, ড. সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ, অ্যাড. মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, পান্না লাল দেব চৌধুরী-সহ প্রমুখ।
এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, আমেরিকা থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন- মোহিন চৌধুরী, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় রায় রাজু, অ্যাড. পংকজ সরকার, এএসএম ওয়াহিদুজ্জামান, সাংবাদিক মামুন আহমদ, সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া, ইউপি সদস্য আবু তাহের, কালাম মিয়া, মোঃ আব্দুর রহমান-সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী বিশ্বজিৎ পাল বিশু, কাজী আবদুল মুকিত, ফারুক আহমদ, সাবেক ব্যবসায়ী সমতির ভারপ্রাপ্ত সভাপতি সুজিত বৈদ্য, অজিত বৈদ্য ও নাগরিক পরিষদের সদস্য সচিব আব্দুল বাছিত, দৈনিক জনসংগ্রাম পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম এ রকিব, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম রুম্মান, সাংবাদিক আনোয়ার হোসেন জসিম, সাংবাদিক মোঃ জবর আলী রানা, সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক আল-আমীন, সাংবাদিক মোঃ রবি উদ্দিন, সাংবাদিক রুমন চৌধুরী, সাংবাদিক গোলাম কিবরিয়া জুয়েল-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন খালেক মির্জা ও গীতাপাঠ করেন দেবাশীষ ধর পার্থ। পরে অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবত পালন করা হয়।
অনুষ্টানে বক্তারা বলেন, সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। থানা ও পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বক্তারা তাদের নিজ নিজ স্থান থেকে শ্রীমঙ্গলে শ্রী রক্ষায় আইনশৃঙ্খলা শান্তি সম্প্রীতি রক্ষায় কাজ করার নিশ্চয়তা দেন। অতিথিরা, পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরো বেগমান করার জন্য অভিব্যক্তি প্রকাশ করেন। ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জ্ঞানী ও গুণীজন এর প্রয়োজনীয়তা অপরিসীম।