শ্রীমঙ্গলে ‘জাগ্রত জনতা’ সমাজসেবক সংগঠনের রাত জেগে পাহারা
- আপডেট সময় : ০১:৫১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় অনিরাপদ হয়ে ওঠার ভুয়া খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে একশ্রেণির দুর্বৃত্তরা স্থাপনা ভাঙচুর, নৈরাজ্য ও লুটপাট শুরু ও চোর-ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এখন পর্যন্ত শ্রীমঙ্গলে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়। তাই জনমনে আতঙ্ক দূর করতে মাঠে নামেন শ্রীমঙ্গলে ‘জাগ্রত জনতা’ সমাজসেবক সংগঠন ও ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
জনমনে উৎকণ্ঠতা দূর করতে রাত জেগে পাহারার দায়িত্ব পালন করছে ‘জাগ্রত জনতা’ সমাজসেবক সংগঠনের গ্রুপের তারা।
রাতে সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শ্রীমঙ্গল চৌমুহনা, স্টেশন রোড, শহরের কালী মন্দির, মাস্টার পাড়া, জয়নগর পাড়া মৌলভীবাজার রোড, কলেজ রোড, সুরভী পাড়, ভাড়াউড়া চা বাগান রোড, কোট রোড, গুহ রোড, এইসব এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তার কাজে সারারাত ব্যাপী দলবেঁধে পাহারা দিচ্ছেন ‘জাগ্রত জনতা’ সমাজসেবক সংগঠন, কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্কুলের শিক্ষক, টিম ডায়নামিকের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার শহরসহ পাড়া-মহল্লার সংখ্যা লোকজন।
শ্রীমঙ্গলে গত কয়েকদিন থেকে পুলিশ না থাকায় চোর-ডাকাত ও দুবৃর্ত্তদের হামলা-ভাঙচুর ঠেকাতে তারা এ উদ্যোগ নেন।
রাত জেগে পাহারায় থাকা ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তারিক হাসান, কলেজ রোডের বাসিন্দা মোঃ নাঈম আহমেদ সবুজ, মোঃ আব্দুল্লাহ, মোঃ মাইনুল ইসলাম, মোঃ ফাহাদ চৌধুরী, মোঃ সামাউন আহমেদ, মোঃ সিয়াম চৌধুরী, মোঃ জাবেদ মিয়া, জিপ্পি চৌধুরী, মোঃ আকবর আলী, মোঃ মাহফুজুল ইসলাম পলাশ, মোঃ নজরুল ইসলাম সাজু, মোঃ তামিম আহমেদ, মোঃ সজিবুর রহমান পবলো, মোঃ কামাল মিয়া, মোঃ রায়হান, মোঃ হারুন, মোঃ সজিব, মোঃ রুমন রেজা, মোঃ সাদিকুল, মোঃ জাকারিয়া, মোঃ আরিফ হাসান-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে সাথে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় দলবেঁধে পাহারা দিচ্ছেন তারা।