সর্বশেষ :
ফেনীর বন্যার্তদের পাশে মাহমুদনগর যুব সমাজ মাহমুদনগর যুব সমাজ
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
ফেনীর বন্যা দূর্গতদের খাদ্য সহায়তার জন্য প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ বন্দরের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর যুব সমাজ। ২৮ আগষ্ট বুধবার সকাল থেকেই তারা মাহমুদনগর
- কবরস্থান সংলগ্ন মক্তবের হলরুমে খাদ্য সামগ্রী প্যাকেজিং কাজ শুরু করেন। পরবতীতে গভীর রাতে তারা ফেনীর উদ্দেশ্য রওনা হয়ে সকালে অসহায়দের হাতে ওই সকল ত্রাণ সামগ্রী তুলে দিবেন। প্রায় ৪শতাধিক পরিবারের মাঝে চিড়া, মুড়ি, মিঠাই, খাবার স্যালাইন, ঠান্ডার ওষুধ, মিনারেল ওয়াটারসহ আরো অন্যান্য খাদ্য সম্বলিত প্যাকেট তুলে দেয়া হবে জানিয়েছেন তারা। মাহমুদনগর যুব সমাজের মুখপাত্র রিদোয়ান আহমেদ শুভ’র নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে রয়েছেন যুব সমাজের সদস্য মোঃ আলিম, ইফাত ইসলাম নয়ন, বিজয়, জিহাদ, আলিম, ইয়াসিন, আজিম, রিহন, সানি, শুভ, আতিক, আনোয়ার, সাজিদ, শিমুল, রাফি, ইয়াসিন হাসান প্রমুখ।