শ্রীনগরে যুবদল ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবদল নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা জিসান এর উপর স্বৈরাচার আঃলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী বাজারে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিল বাজার প্রদক্ষিন করে পূনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে যুবদল নেতারা বলেন, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পলায়নের পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাড়ৈখালী ইউনিয়ন আঃলীগ সভাপতি ইকবাল হোসেন মাষ্টার এর বাড়িতে উত্তেজিত জনতা ভাংচুর করেন। এর রেশ ধরে গত ৩১আগষ্ট বিকেলে আঃলীগ নেতা ইকবাল হোসেন মাষ্টারের হুকুমে আড়িয়াল বিলের শীর্ষ ভূমিদস্যু,চিহ্নিত চাঁদাবাজ মামুন, আসলাম,নজরুল ইসলামসহ ৩০-৪০ জনের একটি সংবদ্ধ দল বাড়ৈখালী বাজার মসজিদের সামনে ইউনিয়ন ছাত্রদল নেতা জিসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তাকে আহত করে। জিসানকে বাঁচাতে যুবদল নেতা জাকির হোসেন এগিয়ে আসলে মামুন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।স্থানীয়রা আহতদে উদ্ধার করে সিএনজিতে উঠালে সন্ত্রাসীরা সিএনজি তে হামলা চালিয়ে ভাংচুর করে।একই ঘটনার জেরে ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আসলাম হোসেনকে পিটিয়ে আহত করে।
বক্তারা আরো বলেন, এই ইকবাল বাহিনী আঃলীগের শাসনামলে দীর্ঘদিন যাবৎ পুরো ইউনিয়ন বাসীকে জিম্মি করে আড়িয়াল বিল রক্ষা আন্দালের নামে পুলিশ হত্যা করে সেই হত্যা মামলায় এলাকাবাসী নিরীহ মানুষকে আসামী করে এবং আড়িয়াল বিলের মাটি কেটে শত- শত কোটি টাকা বিক্রি করে আসছে।
মানববন্ধন উপস্থিত ছিলেন, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান, যুবদল নেতা চঞ্চল দেওয়ান,যুবদল নেতা জুয়েল মোড়ল,আঃ রহমান,আহত যুবদল নেতা জাকির হোসেনের স্ত্রী সোহানি খান, বাহাউদ্দিন বাবু,বোরহান উদ্দিন,আঃ হাকিম, হাজী আঃ রশিদ, হাজী শহিদুল ইসলাম, ফরজন বেপারী, হাজী আজমত আলীসহ ৫ শতাধিক নারী পুরুষ।