নোয়াখালী সেনবাগে বন্যা দূর্গতদের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন
- আপডেট সময় : ১১:৩২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বার) সকাল ১০ টায় নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫নং অর্জুনতলা ইউনিয়নে বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে গ্রেটার নোয়াখালী অফিসার্স এসোসিয়েশন, সৈয়দ হারুন ফাউন্ডেশন ও ব্লাড এন্ড হার্ট এসোসিয়েশন। ৩টি সংগঠন মিলে বন্যায় কবলিত ৩ হাজারের অধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে উপস্হিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান টপ স্টার গ্রুপের কর্ণধার, দানবীর ও মানবতার ফেরিওয়ালা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন এমজেএফ। সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।