শীর্ষ অপরাধীদের জয় জয়কার!
- আপডেট সময় : ১১:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য, ৯৬ মামলার আসামী রিজেন্টের সাহেদ জামিনে ছাড়া পেলেন। বলিহারী! বলিহারী!!
গণমাধ্যম সূত্র জানাচ্ছে, জেলখানায় শীর্ষ বন্দীদের কাউকে যেন আটকে রাখা যাচ্ছে না। ২০১৪ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামও জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতেই তাকে মুক্তি দেওয়া হয়। ১৯৯৭ সালে সুইডেন আসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২২ টি মামলা ছিল। এরমধ্যে গালিব হত্যাসহ ৯ টি হত্যা মামলা রয়েছে।
শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আরও ৫ জন জামিনে মুক্তি পেয়েছেন। এরা হলেন সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, আব্বাস, টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসু। গত ১৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইমন মুক্তি পান। একই সময়ে ইমনের প্রধান সহযোগী মামুনও জামিনে মুক্তি পান। এর আগে ১২ আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল । রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যাসহ ১৩ টি মামলা রয়েছে।
তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে টিটনের নাম রয়েছে। গত ১২ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি জেল থেকে তিনিও জামিনে মুক্তি পান।
পুলিশের রেকর্ডে রামপুরার ভয়ংকর সন্ত্রাসী, প্রায় দুই ডজন মামলার আসামী শাহজাদাও সবার অলক্ষ্যে জেল থেকে বেরিয়ে এসেছে।
১৩ আগষ্ট কাশিমপুর হাইসিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পান আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। রাজধানীর কাফরুল, কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারওয়ার্ল্ডের ডন আব্বাসের বিরুদ্ধে ৬ টি হত্যা মামলাসহ ১০ টি মামলা বিচারাধীন। তবে এই ১০ টি মামলাতেই তিনি জামিন পান। সবকিছুই হচ্ছে রকেট গতিতে। তাদের পদচারণায় ঢাকার আন্ডারওয়ার্ল্ড সজ্জিত হচ্ছে নতুন সাজে। গড়ে তোলা হচ্ছে তারুণ্য নির্ভর অস্ত্রবাজ টিম। সন্ত্রাসীদের কোড চলছে মাশাআল্লাহ, মারহাবা!