শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিন্দুরখান বাজারে এ মানববন্ধন আয়োজন করে সচেতন ছাত্র ও যুবসমাজ সিন্দুরখান ও আশিদ্রোণ ইউনিয়ন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সিন্দুরখান ইউনিয়নের বাসিন্দা সংবাদকর্মী শেখ জসিম উদ্দিন ও আশিদ্রোণ ইউনিয়ন এর মো.শফিকুর রহমান। তারা মানববন্ধনে বক্তব্যে বলেন,সিন্দুরখান ইউনিয়ন মাদকের আস্তানায় পরিনত হয়েছে। কিছুসংখ্যক জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে এতোটাই বেপরোয়া হয়েছেন তাদের বিরুদ্ধে কথা বললে হামলা ও মামলার হুমকি দেয় তারা। তারা প্রশাসনের নিকট দাবী করেন, মাদকের গডফাদার ও কুখ্যাত ডাকাত রাজন মিয়া ও জাফর আলীকে আইনের আওতায় নেয়ার।
এসময় মানববন্ধন চলাকালে জাফর আলীসহ তার আত্মীয় স্বজন হামলা চালানোর চেষ্টা করেন। পরে স্হানীয় বিজিবি ক্যাম্পের সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় জাফর আলী জানতে কোন অভিযোগের ভিত্তিতে তার নাম ব্যানারে দিয়ে মাদক কারবারি বানানোর চেষ্টা হচ্ছে। তিনি ও আত্মীয় স্বজন সাংবাদিকদের বলেন,শেখ জসিমের সাথে তাদের পূর্ব বিরোধ থেকে তিনি পরিকল্পিতভাবে সমাজে তাকে হেয় করতে এ মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। জাফর আলী আরও বলেন,তার বিরুদ্ধে কোন মাদক মামলা নেই অথচ তাকে মাদক কারবারি বানানো হচ্ছে। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।