পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের সভা
- আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
বরাবরের ন্যায় ইংরেজী মাসের প্রথম সপ্তাহে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে সভাটি হয়। সভার প্রাম্ভেই নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্যেসে স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি সকল কর্মকর্তাদের উদ্যেসে বলেন, আপনাদের উপর যেসব সরকারি দ্বায়িত্ব অর্পিত আছে সেসব দ্বায়িত্ব সঠিক ও যথাযথ ভাবে পালন করবেন। আপনাদের অনিয়মত্রান্তিক কাজের ফল আপনাদেরকেই ভোগ করতে হবে এর দ্বায়-দ্বায়িত্ব কেউ নিবে না। সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়সাল বিন আহসান, উপজেলার সকল দপ্তরের অফিস প্রধান, ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক ও সীমান্তে দ্বায়িত্ব পালন করা বিজিবির ক্যাম্প কমান্ডার। থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বর্তমানে অন্তর্বতীকালীন সরকারের সময় দ্বায়িত্ব পালন করতে ভালো লাগছে কারন এখন আরো কোন নেতা অকারনে ফোন দেয় না। বাগজানার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন, আমার দীর্ঘ চেয়ারম্যান জীবনে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই প্রথম স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেলাম। এর আগে মঞ্চে বসা নেতাদের বক্তব্যই কেবল শুনতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।