সাংবাদিকদের সাথে জিএমপি নতুন কমিশনারের মতবিনিময়
- আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগর পুলিশের নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম পিপিএম কর্মস্থলে যোগদান করেছেন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর তিনি জিএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে পরিচিতিমূলক সভায় অংশগ্রহণ করেন।
রবিবার (৮সেপ্টেম্বর)সকালে গাজীপুর কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এর আগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে খোন্দকার রফিকুল ইসলামকে পদায়ন করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুর পুলিশ সদর দপ্তরে পৌছালে জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২১ আগস্ট গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়। খোন্দকার রফিকুল ইসলাম গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হলেন।
তিনি জিএমপিতে যোগদানের আগে অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
খোন্দকার রফিকুল ইসলাম ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। গত ১৮ আগস্ট (রোববার) তিনি অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পান।
সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও ‘অদৃশ্য’ কারণে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন খোন্দকার রফিকুল ইসলাম। শেখ হাসিনা সরকার পতনের পর সম্প্রতি পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদলের ও সংস্কারের মধ্যে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকেও মূল্যায়িত করে অন্তর্বর্তী সরকার।
রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার তফাদিয়া গ্রামের কৃতি সন্তান খোন্দকার রফিকুল ইসলাম। খোন্দকার রফিকুল ইসলাম ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কাজের স্বীকৃতিস্বরুপ ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রাপ্ত হন তিনি। সুনামের সঙ্গে র্যা ব-৬ এর পরিচালক, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করেছেন।
এসময় সাংবাদিকরা গাজীপুর জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন,গাজীপুর প্রেসক্লাবে সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম,সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল প্রমুখ।
উক্ত সভায় মোঃ জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ)। অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস)সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।