৯০ এর গণ অভ্যুথানের সূর্য্য সৈনিক ও জাতীয় শহীদ সুব্রত সাহা মানিকের ৩৩ তম মৃত্যু বার্ষিকী নড়াইলে পালিত
- আপডেট সময় : ১১:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
৯০ এর গণ অভ্যুথানের সূর্য্য সৈনিক ও জাতীয় শহীদ সুব্রত সাহা মানিকের ৩৩ তম মৃত্যু বার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা ছাত্রলীগ,শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদ, নড়াইলের আয়োজনে ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এর সহযোগীতায় কালো ব্যাচ ধারন শোক র্যালী, শহীদ সুব্রত সাহা মানিকের স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন, গণভোজ, বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরে প্রার্থনা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন এর আয়োজন করা হয়।
দিনটি পালন উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে শহীদ সুব্রত সাহা মানিকের স্মৃতি সৌধে সকালে পরিবারের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন শেষে ছাত্রলীগ সদর উপজেলা, পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধারা এবং শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পন করা হয়।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ৯০এর গণ আন্দোলনে নেতা মোঃ ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মিটুল কুন্ডু,৯০এর গণ আন্দোলনের নেতা পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এর আহবায়ক আবু মোহম্মদ ফৌরদৌস মিলন , মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহুল ঘোষ, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব বিশ্বাস,৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা অ্যাডঃ মাহামুমদুল হাসান কায়েচ, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এর সদস্য সচিব অ্যাডঃ কাজী বশিরুল হক, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা মোঃ কামরুজামান খান তুহিন, প্রিন্স মোল্যা, দিপক বোস, সুজয় দাস,শাহরিয়ার উজ্জল, চঞ্চল কুন্ডু, অলোক কাপুড়িয়া, শহীদ মানিক সাহার ভাই সোনা সাহাসহ যুবলীগ,ছাত্রলীগ এর নেতা-কর্মি, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধারা এবং শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদএর সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৯০ এর গণ অভ্যুথানের সময় জামাত শিবিরের সন্ত্রাসীরা ২৭ নভেম্বর নড়াইল ভিক্টোরিয়া কলেজ চত্বরে ছাত্রনেতা শহীদ সুব্রত সাহা মানিককে নির্মম ভাবে কুপিয়ে জখম করে, পরে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর তার মৃত্যু হয়।