চট্টগ্রামে বিশ্ব হার্ট দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৪৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
সুমন সেন চট্টগ্রাম প্রতিনিধি
হৃদরোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সুশৃঙ্খল জীবনযাপন
চট্টগ্রামের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, একসময় উন্নত বিশ্বের রোগ ছিল হৃদরোগ। এখন আমাদের মতো দেশগুলোয় এই রোগের ঝুঁকি বেড়েছে। বর্তমানে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। চট্টগ্রামের মানুষের মধ্যে খাদ্যাভ্যাসজনিত কারণে এই রোগের ঝুঁকি বেশি। বংশগত কারণ ছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পরিশ্রম কম করা, অনিয়মিত খাবার, দুশ্চিন্তা ইত্যাদি নানা কারণে হৃদরোগের সংখ্যা বেড়েই চলেছে। বংশগত কারণকে কোনো পরিবর্তন করা না গেলেও উল্লিখিত প্রতিটি কারণকে পরিবর্তন বা সংশোধন করে হৃদরোগের ঝুঁকি অনেক কমানো সম্ভব।হৃদরোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সুশৃঙ্খল জীবনযাপন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস। নিয়মিত ব্যায়াম করা, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া এবং পরিমিত ওজন বজায় রাখা হলো হৃদরোগ প্রতিরোধের কিছু জীবনধারার ব্যবস্থা। হৃদরোগ প্রতিরোধ করতে হলে আমাদের কর্মদ্যোগ বাড়াতে হবে। কর্মদ্যোগ বাড়লে আমাদের হৃৎপিন্ড ভালো থাকবে।আর হৃৎপিন্ড যদি ভালো থাকে তাহলে আমাদের হৃদয় ভালো থাকবে, হৃদয় ভালো থাকলে পুরো শরীর ভালো থাকবে।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল সোমবার, ৩০ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট এন্ড ভাসকুলার সেন্টারের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞাণিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টার এর কো-অডিনেটর ডা: ইরফান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আনোয়ারুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: প্রবির কুমার দাশ, চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, উপস্থিত ছিলে মনোরাগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: শফিউল হাসান। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চীফ কার্ডিওভাসকুলার সার্জন ডা: সারওয়ার কামাল ও চীফ কার্ডিওলজিন্ট ডা: আবদুল মোত্তালিব।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকলে ডিরেক্টর ডা: মুজিবুল হক, এস এম ও ডা: গোলাম মাওলা পলাশ, আর এম ও ডা: সাফায়েত উল্লাহ, সি এফ ও আরিফুল ইসলাম, সি ও ও এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী, ডি জি এম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ফরিদুল ইসলাম ,এ জি এম (এডমিন) আমান উল্লাহ আমান সহ প্রমুখ।