নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী চট্টগ্রামের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
সুমন সেন চট্টগ্রাম প্রতিনিধি
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এবং তার স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তবে জানা যায়।
নগরী খুলশী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রামের খুলশি আবদুল মালেক লাইনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মহানগরের খুলশী থানাধীন আব্দুল মালেক লেনে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। পরে একটি বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একরামুল করিম চৌধুরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও র্যাবের এ কর্মকর্তা জানান।