শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায়-মফিজুর রহমান পাকিস্তানি দোসররা বিশেষ পরিকল্পনা নিয়ে আমাদের আলোর সঞ্চারী, বুদ্ধিজীবীদের হত্যা করেছে
- আপডেট সময় : ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাঙালির বিজয় অবশ্যম্ভাবী জেনে পাক বাহিনী যে সময় জীবন বাঁচানোর পথ খুঁজছিলো সে সময় পাকিস্তানি দোসর রাজাকার-আলবদর চক্র বিশেষ পরিকল্পনা নিয়ে আমাদের আলোর সঞ্চারী, বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর যে সকল দেশজাগ্রতকারী বুদ্ধিজীবিদের হত্যা করা হয় তাদের শূণ্যতা কখনোই পূরণ হবার নয়। বেদনাবহ এই দিনটির দুদিন পরেই বাংলার বিজয় অর্জিত হয়। রক্ত দিয়ে কেনা এই বিজয়ের স্বাদ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছিয়ে দেবার মানসে জননেত্রী শেখ হাসিনার বিরামহীন প্রচেষ্টার ফলে দেশ আজ উন্নতির সোপানে অধিষ্ঠিত হয়েছে। তার স্বপ্ন, বিশ্বাস, প্রজ্ঞার ফলে দেশ যে সোনালী অবস্থায় এসেছে সেই পথ থেকে সরে যাওয়া হবে জাতির জন্য দূর্ভাগ্য ও কলঙ্কজনক। তাঁর নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে দেশ উন্নতির শিখরে পৌঁছবে। আমাদের সন্তানেরা আগামীতে একটি সুখী স্বদেশ পাবে। তিনি আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড: মুজিবুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য দীপংকর চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড: আবদুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আবেদীন জুনু, উপ দপ্তর সম্পাদক মো: জসীম উদ্দিন, উপ প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আবু সৈয়দ, নঈমুল হক পারভেজ, রূপ কুমার নন্দী খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগ সাধারণ সম্পাদক সুরেশ দাশ, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী, মৃদুল দাশ, অমিতাব চৌধুরী টিটু, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবদুল হান্নান লিটন, কৃষকলীগ নেতা বাবুল, কামাল উদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এড: পাপড়ি সুলতানা, যুবমহিলা লীগ নেত্রী দীপু সেন, নিশু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন প্রমুখ।