গলাচিপায় বিকাশের টাকা উধাও, পথে পথে ঘুরছে ফেরুজা
- আপডেট সময় : ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় বিকাশের টাকা উধাও হওয়ায় টাকা ফিরে পাবার
আশায় পথে পথে ঘুরছে মোসা. ফেরুজা। মোসা. ফেরুজা (৬২) হচ্ছেন
উপজেলার গলাচিপা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রতনদী কালিকাপুর গ্রামের
মো. লোদন মল্লিকের মেয়ে। মোসা. ফেরুজা বলেন, আমার মোবাইলে
বিকাশে ৫ হাজার টাকা ছিল। আমার বিকাশ মোবাইল নম¦র
০১৭৭১০০৩৫৭২ থেকে বিকাশের একটি পার্সোনাল একাউন্ট নম্বর
০১৭৫৮৭৮৩২৭৯ এ ভুল বশতঃ ১৬ই ডিসেম্বর শনিবার রাত ১০টার সময় ৫
হাজার টাকাই চলে যায়। আমি অনেক চেষ্টা করেও ০১৭৫৮৭৮৩২৭৯ নম্বরের
মালিকের কাছ থেকে আমার টাকা উদ্ধার করতে পারি নাই। এই ৫হাজার
টাকাই আমার একমাত্র সম্বল ছিল। বাজার করার মতো আমার কাছে আর
কোন টাকা নাই। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে চলে আমার সংসার। আমি এখন
কি করবো ভেবেই পাচ্ছি না। আমার টাকা ফেরত পেতে আমি গলাচিপা
থানায় ১৭ই ডিসেম্বর একটি সাধারণ ডায়েরী করি। যার সাধারণ
ডায়েরী নম্বর ৬৭৭, তারিখ ১৭.১২.২০২৩ ইং।
https://dainikalokitodesh.net/archives/516