সর্বশেষ :
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী নিউজ
বিজয় কুমার বড়ুয়া
- আপডেট সময় : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন এই দেশ স্বাধীন করতে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। আমাদের এই দেশ গড়ে তুলতে কোন ধর্মাবলম্বীদের অবহেলা বা অবমূল্যায়ণ করলে চলবে না। এই বোধকে লালন করে জননেত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ও সকলের ধর্ম-কর্ম পালনের পরিবেশ নিশ্চিত করেছেন। সকল ধর্মের জন্য তিনি ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার কাছে নিজের বিশ্বাসকে অটুট রেখে আজীবন এই পথেই অবিচল থাকার শপথ নিয়েছি। মানুষের মাঝে কোন প্রকার বৈষম্যকে আমি পশ্রয় দেইনি। ধর্মীয় উগ্রতাকে পরিহার করে আমার রাজনীতি পরিচালনা করেছি। জননেত্রী শেখ হাসিনার সিন্ধান্তকে মেনে নিয়ে আজ সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বঝায় রাখতে ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। আজ ২৫ ডিসেম্বর, সোমবার পটিয়াস্থ রুকু গার্ডেনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার সমর্থনে পটিয়া সনাতন সম্প্রদায় সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেনসাবেক এমপি চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, আমম টিপু সুলতান চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু মোহাম্মদ ছৈয়দ, ঋষি বিশ্বাস, রণবীর ঘোষ টুটুন, রুপক সেন কাউন্সিলর, আশিষ ঘোষস্বামী, প্রদীপ বিশ্বাস, নুর আলম সিদ্দিকী, চেয়ারম্যান জসীম, কাজী শারমিন সুমি, বিশ্বজিৎ দত্ত, প্রণব দাশ, সুরেশ দাশ প্রমুখ।