সর্বশেষ :
অগ্নিসংযোগের সন্দেহে বিএনপির তিন কর্মী গ্রেপ্তার
মোঃ সবুজ মিয়া
- আপডেট সময় : ০৭:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
বগুড়া: বগুড়ার অবরোধ সমর্থনে মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে বিএনপির ৩ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শহরের ঠনঠনিয়া শাহপাড়া খান্দার এলাকার বেললা আহম্মেদ রাখুর ছেলে ফরিদ আহম্মেদ মুন (৩৮), একই এলাকার মৃত: মনসুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৬) ও মালগ্রাম মধ্যপাড়া এলাকার ফজলে এলাহী ইঞ্জিনের ছেলে ওমর ফারুক নিরব (৩০)। তারা সকলই জেলা যুবদলের সক্রিয় সদস্য ও কর্মী।
এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, গ্রেপ্তার ৩ জনই যুবদলের সক্রিয় সদস্য। বিগত হরতাল অবরোধে নাশকতা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, ভাঙচুর ও শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় একটি পেট্রোল পাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।