সর্বশেষ :
যুক্তরাষ্ট্র ও চীনের ‘পাল্টাপাল্টি’ মহড়া, উত্তেজনা তুঙ্গে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ওই অঞ্চলে মহড়া চালিয়েছে চীনের নৌ ও বিমান বাহিনী। এতে করে অঞ্চলটিতে উত্তেজনা চরমে পৌঁছেছে।
মহড়ায় ফিলিপিন্স চারটি নৌযান, একটি মাল্টিরোল হেলিকপ্টার এবং একটি সাবমেরিন-বিধ্বংসী হেলিকপ্টার মোতায়েন করেছে। আর এই মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী, একটি ক্রুজার, দুটি বিধ্বংসী যুদ্ধজাহাজ ও একাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছে।
অন্যদিকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, সামুদ্রিক অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার লক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার তাদের ‘নিয়মিত মহড়া’ চালানো হয়েছে।
পিএলএ আরও বলেছে, তাদের বাহিনী কঠোর সতর্কতায় (হাই অ্যালার্ট) আছে। এছাড়াও দক্ষিণ চীন সাগরে হওয়া যে কোনো সামরিক হামলা প্রতিরোধের জন্যও সম্পূর্ণভাবে সতর্ক এবং প্রস্তুত আছে তারা।
তবে এই মহড়া কোথায় এবং এতে কী ধরনের বিমান ও জাহাজ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পিলএ।
সম্প্রতি চীন ও ফিলিপিন্সের মধ্যে সামুদ্রিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মাসে সতর্ক করে বলেন, বেইজিং এবং ম্যানিলার মধ্যে সম্পর্ক ‘গুরুতর সমস্যার’ মুখোমুখি হচ্ছে।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ এলাকার মালিকানা দাবি করে আসছে চীন। যদিও ২০১৬ সালেই আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল চীনের এমন দাবিকে অবৈধ বলে রায় দিয়েছে। তবে এ রায় মানতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। বরং গেল কয়েক বছরে বিতর্কিত অঞ্চলগুলোতে চীন তৎপরতা চালিয়ে যাচ্ছে।