সর্বশেষ :
গাজায় একই পরিবারের ১৪ সদস্যকে হত্যা করল ইসরাইল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (৩ জানুয়ারি) রাতে গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, গাজার অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত লোকজন ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার।
এদিকে এমন পরিস্থিতির মধ্যেই দক্ষিণাঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, যেখানে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে ‘নিরাপদ স্থানে’ সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের বোমাবর্ষণে গাজায় নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।