কাল বুধবার থেকে শুরু সাউদার্ন ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ভর্তি মেলা
- আপডেট সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র স্প্রিং সেমিস্টার-২০২৪-তে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে ছয় দিনব্যাপী ভর্তি মেলা (এডমিশন ফেয়ার)ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আগামীকাল ১০ জানুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে। ১৫ জানুয়ারি, ২০২৪ ইং সোমবার পর্যন্ত এ মেলা চলবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল-০৫ টা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফি-তে নতুনদের জন্য ২০% এবং সাউদার্ন শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্রোগ্রামে ৫০% ছাড়ে ভর্তির সুযোগ থাকছে।
শুধু তা নয় টিউশন ফি-তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়(শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়। এছাড়াও মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা।
প্রাকৃতিক পরিবেশে নয়নাভিরাম সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে সাধ্যের মধ্যে বিশ্বমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সাউদার্ন ইউনিভার্সিটি
বাংলাদেশ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক প্রফেসরসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।