সর্বশেষ :
সাউদার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুট কোর্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগরের বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় রিংকন বড়ুয়াকে সভাপতি এবং ইতরাত করিমকে সাধারণ সম্পাদক করে ১৫ জন বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. ইয়াসিন, সহকারী অধ্যাপক মুর্তজা ইসলাম জোহানজেব তারেক, সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক রওশন জাহান ফারহানা, প্রভাষক খাদিজাতুল কুবরা মারিয়া, প্রভাষক জাহেদুল ইসলাম এবং প্রভাষক তারিন হাসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো রম্য আইনি বিতর্ক, গিফট এক্সচেঞ্জ, বারবিকিউ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।