ইতালি বিএনপি ভিসেন্সা শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইতালিস্হ ভিসেন্সা শাখা বিএনপি।
গতকাল রবিবার সন্ধ্যায় স্হানীয় একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় ভিসেন্সা বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভিসেন্সা বিএনপির প্রধান উপদেষ্টা এস এম আলমগীর হোসেন।
পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে আলোচনা সবার শুরুতে বক্তারা বলেন ৭ ই নভেম্বর সিপাহি ও জনতার বিপ্লবের মাধ্যমে সফল রাষ্ট্র নায়ক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কে মুক্তকরে আনা হয়। দেশ প্রেমিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সঠিক পথে হাল ধরে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলো সেই সময় তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আলমগীর হোসেন বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই, বিএনপি নেতা কর্মীদের হত্যা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে । নিজ বাড়িতে তারা থাকতে পারছেনা। আমরা যারা প্রবাসে আছি তাদের উচিত দেশরত্ন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে থাকা বিপদগ্রস্ত নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়ানো। এই কঠিন সময় পার করে আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো।
সে সময় আরো বক্তব্য রাখেন, ভিসেন্সা বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন , সহ সভাপতি নিজামুল হক সেলিম , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মোড়ল , সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক , সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম , ভিসেন্সা সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম স্বপন , যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ , সদস্য সচিব সরদার মোহাম্মদ শাকিল , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন , সাবেক ছাত্রদল নেতা রাসেল পাটোয়ারী , এমদাদুল হক মিলন , সাইফুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে ভিসেন্সা বিএনপি হতে বহিস্কৃত দুই টি পদ শুন্য থাকায় বেলাল হোসেন কে সিনিয়র সহ সভাপতি ও মোহাম্মদ কবীর হোসেন কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ প্রদান করা হয়। সে সময় সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম স্বপন নবগঠিত সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন ।
দৈ