ছাত্রনেতা শহীদ আরিফ স্মরণে কবর জিয়ারতে কাউন্সিলর শহিদ
- আপডেট সময় : ১০:২৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও পশ্চিম বাকলিয়া
ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের উদ্যোগে জামায়াতে
ইসলামীর সশস্ত্র ক্যাডারদের হাতে নিহত ওমরগণী এমইএস কলেজের ছাত্র
শহীদ আরিফুল ইসলাম স্মরণে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ জুমা পশ্চিম
বাকলিয়া চকবাজারস্থ ফালাহ্ধসঢ়; গাজী মসজিদে দোয়া মাহফিলের
আয়োজন করা হয়। মাহফিল শেষে ফালাহ্ধসঢ়; গাজী মসজিদের নিকটে
পরিবারিক কবরস্থানে মনহুমের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
করা হয়। এসময় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা আনোয়ার
মেম্বার,কামাল মেম্বার,কাউন্সিলর শহিদুল আলমের ছেলে ও সমাজসেবক
মোহাম্মদ মাঈনুল কামাল,জিল্লুর রহমান,নাজিম দেওয়ান,মোহাম্মদ
হোসেন,আওয়ামী লীগ নেতা শফি,স্বেচ্ছাসেবক লীগ নেতা গৌতম
নাগ,ইয়াছিন টিপু,আব্দুল জলিল মুন্না, আফজাল হোসেন, মোহাম্মদ
ইলিয়াস,ছাত্রলীগ নেতা মোরশেদ, জাহাঙ্গীর, রিফাত,জাহেদ ও শরীফ উপস্থিত
ছিলেন।
শেষে শহীদ আরিফের রূহের মাগফেরাত কামনা করে মুনজাত করা হয়।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু ।
উল্লেখ্য ২০০০ সালের ১৯ জানুয়ারি ওমরগণী এমইএস কলেজ থেকে
ডিগ্রী পরিক্ষা দিয়ে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের বাসায় ফিরার
সময় চকবাজার ধোনির পোল এলাকায় জামায়াতে ইসলামীর সশস্ত্র
ক্যাডারদের গুলিতে আক্রান্ত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করেন।
১.ক্যাপশন: ওমরগণী এমইএস কলেজের ছাত্র শহীদ আরিফুল ইসলামের
মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করছেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের
কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম
২.ওমরগণী এমইএস কলেজের ছাত্র শহীদ আরিফুল ইসলামের
মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত শেষে কাউন্সিলর মোহাম্মদ শহিদুল
আলমের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তাঁর