হাজারো অসহায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করলেন মেয়র
- আপডেট সময় : ১০:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর উদ্যোগে ৬০০ সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চারশ জনসাধারণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র। শুক্রবার নগরীর মিছকিন শাহ দরগা প্রাঙ্গণে এবং নগরীর সদর ঘাট রোডস্থ হল সেভেন্টি ওয়ান কমিউিনিটি সেন্টোরে সুবিধাবঞ্চিতদের মাঝে মেয়র এই উপহার বিতরণ করেন । জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর মহৎ এই উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুঃস্থ মানুষদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাইফুলের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত এসব মানুষের জীবন সহজ হবে। করোনাকালীন সময়েও সাইফুল দিন-রাত মানুষের বাড়িতে বাড়িতে খাবার, অক্সিজেন পৌঁছে দেয়াসহ অনেক মানবিক কাজ করেছে।
জনমানুষের কল্যাণে তার এই কাজ অব্যাহত থাকুক এটাই আমার প্রত্যাশা। চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর আয়োজনে মেয়র বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হাসান নিখিলের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগ গরীব ও অসহায় মানুষের মাঝে পুরা রমজান মাসে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে। মেয়রকে ধন্যবাদ জানিয়ে সমাজসেবক সাইফুল করিম চৌধুরী বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।
মেয়রের অনুপ্রেরণা আামাকে এধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখতে উৎসাহিত করবে। অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, যুবলীগ নেতা মারুফ আহমেদ সিদ্দিক, আলকরণ ওয়ার্ড যুবলীগের আহবায়ক শাহনেওয়াজ রাজিব, যুগ্ম আহবায়ক রিমন চক্রবর্তী, হাসান তারেক, চৌধুরী ইকবাল, হোসেন আমির রিমন, শাহীন আহমেদ, মনিকা ভট্টাচার্য, আজাদ, জাহেদ, মাহামুদুর রহমান বাপ্পী,তানভীর বিন হাসান, জিৎকর বাবু, সুমন গুহ, মোঃ আকবর, আরিফুল হক ফরহাদ, রবিউল হোসেন, আরজু, আল আমিন, শাহেদুর রহমান খান, মোঃ আরমান, শহীদুল্লাহ শহীদ, মাকসুদুর রহমান, আব্দুর রহিম, হৃদয় কুমার দাশ, রাশেদুল আলম ইমু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, হারুনুর রশিদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, বিনয় কুমার দে, পলাশ চক্রবর্তী, মামুন হোসেন আবির, রুবি আক্তার, সজীব কান্তি দাশ, জাহিদ হাসান,মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।