আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই উন্নয়ন হয়: আমির হোসেন আমু
- আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ বরিশাল। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা খয়রাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমির হোসেন আমু এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী।
৮ নভেম্বর বুধবার সকাল ১ঃ৩০ মিনিটে খয়রাবাদ নদীতে ১২৩ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচমের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটি ৭৩০ মিটার দৈঘ্যের হবে বলে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। এই সেতুটি নির্মাণ হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঙ্গে নলছিটি উপজেলার দপদপিয়া দুই উপজেলার মানুষের দীর্ঘ দিনের যাতায়াতের কষ্ট লাগব হবে। ১২৩ কোটি টাকায় সেতুটি দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এবং পোদ্দার এন্টারপ্রাইজ নির্মাণ করবে।
এ উপলক্ষে নদীর তীরে এক সূধি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার গ্রামভিত্তিক উন্নয়ন করে যাচ্ছে। যাতে দেশের সকল স্তরে উন্নয়নের ছোয়া লাগে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই উন্নয়ন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন, বাঙালি জাতিকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য। আত্মপ্রকাশ করার যে মূল চাবিকাঠি তা তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সেই কাজগুলো সম্পন্ন করছেন। দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন, নলছিটির পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার হায়দার, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম প্রমুখ। এতে স্থানীয় সূধিজন ও আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।